1

IBBPLC AI Agent

AI Agent

How May I Help You?

AI Agent is typing

Al-Wadeeah Personal Retail Account


Personal Retail Account (PRA) is a convenient banking facility for small traders and service providers. This account can be opened without a trade license. As such the customer can accept the price of his goods and services through QR code or POS machine. All types of transactions can be done.

Details

ক্ষুদ্র ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের জন্য ইসলামী ব্যাংক এনেছে পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট (পিআরএ)। ট্রেড লাইসেন্স ছাড়াই এই হিসাব খোলা যায়। এই হিসাবে গ্রাহক কিউআর কোড বা পিওএস মেশিনের মাধ্যমে তার পণ্য ও সেবার  মূল্য গ্রহণ করতে পারবেন। করা যাবে সব ধরনের লেনদেন।

কেন এই হিসাব প্রয়োজন

  • ব্যাংকিং সেবা পেতে
  • ডিজিটাল পদ্ধতিতে মূল্যগ্রহণ করতে
  • অর্থ হারানো ও চুরি যাওয়া এবং জাল নোট ঠেকাতে
  • পাইকারি বিক্রেতার পাওনা সহজে পরিশোধ করতে
  • ভবিষ্যতে সহজে ব্যাংকের বিনিয়োগ পেতে
  • ব্যয় সাশ্রয়ে

হিসাবের সুবিধা                                                                                               

  • হিসাবের বিপরীতে দেয়া হবে বাংলা কিউআর কোড যার মাধ্যমে ক্রেতা/সেবাগ্রহীতা সহজেই মূল্য পরিশোধ করতে পারবেন।
  • কার্ড থেকে পেমেন্ট গ্রহণের জন্য ইসলামী ব্যাংকের পিওএস মেশিন নেয়া যাবে
  • মার্চেন্ট অ্যাপ অথবা অন্যান্য পেমেন্ট প্লাটফর্ম ব্যবহার করতে পারবেন;
  • কাস্টমার, মার্চেন্ট অথবা অন্য পিআরএ অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে;
  • যেকোনা সময় এজেন্ট, অনুমোদিত এটিএম অথবা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসাব থেকে টাকা উঠানো যাবে;
  • ব্যাংক ট্রান্সফারের চার্জ অপেক্ষাকৃত কম;

 

যারা হিসাব খুলতে পারবেন                                                                                    

শ্রমনির্ভর অতি ক্ষুদ্র উদ্যোক্তা, মুদি দোকানদার, ভাসমান খাদ্য/ পণ্য বিক্রেতা, বিভিন্ন প্রান্তিক পেশায় নিয়োজিত সেবাপ্রদানকারী, বাস/সিএনজি/রিক্শা চালক এবং অনলাইন মাধ্যমে বিভিন্ন পণ্য ও সেবা বিক্রেতাসহ এ ধরনের সেবা প্রদানকারীগণ।

 

লেনদেনের সীমা

ব্যাংকের শাখা/উপশাখা বা এজেন্ট আউটলেটের মাধ্যমে খোলা হিসাবে লেনদেনের কোন পরিসীমা থাকবে না। ই-কেওয়াইসির মাধ্যমে খোলা হিসাবে সর্বোচ্চ ব্যালেন্স ও মাসিক লেনদেনের সীমা ১০ লক্ষ টাকা। সেলফিন পিআরএ হিসাবে সর্বোচ্চ ব্যালেন্স ৫ লক্ষ টাকা ও মাসিক লেনদেনের সীমা ১০ লক্ষ টাকা। এমক্যাশ পিআরএ হিসাবে সর্বোচ্চ ব্যালান্স ৫ লক্ষ টাকা, এছাড়া লেনদেনের ধরন অনুযায়ী দৈনিক ও মাসিক সীমা নির্ধারিত থাকবে (ওয়েবসাইট দেখুন)।

মুনাফা, প্রাথমিক জমা ও চার্জ

পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট ইসলামী শরীআহর আল-ওয়াদিয়াহ নীতিতে পরিচালিত হয়। ব্যাংক ব্যবহারের অনুমতিসহ গ্রাহকের অর্থ জমা নেয় এবং গ্রাহক যেকোন সময় অর্থ উত্তোলন করতে পারেন। নিয়মমতো এই হিসাবে কোন মুনাফা দেয়া হয় না। হিসাবের বিপরীতে ডেবিট কার্ড নেয়া যাবে। প্রাথমিক জমা ১০০ টাকা। অর্ধ-বার্ষিক ভিত্তিতে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স চার্জ ১৫০ টাকা ও এসএমএস চার্জ ৫০ টাকা। এমক্যাশ পিআরএ হিসাবে কোন প্রাথমিক জমা ও অর্ধ-বার্ষিক চার্জ নেই।

হিসাব খুলতে যা প্রয়োজন                                                       

  • জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স
  • গ্রাহকের ২ কপি ও নমিনির ১ কপি ছবি (পাসপোর্ট সাইজ)
  • পেশার প্রমাণ হিসেবে জনপ্রতিনিধি/ সংশ্লিষ্ট পেশাজীবী সমিতি প্রদত্ত প্রত্যয়ন

কিভাবে এ হিসাব খুলবেন:

  • ব্যাংকের শাখা/উপশাখা, এজেন্ট আউটলেট বা ব্যাংক কর্তৃক নিযুক্ত এজেন্সির মাধ্যমে এ হিসাব খোলা যাবে।
  • ব্যাংকে আল-ওয়াদিয়াহ চলতি হিসাব আছে এমন গ্রাহকও এই হিসাব খুলতে পারবেন।
  • আবেদনকারী নিজেও ব্যাংকের মার্চেন্ট অ্যাপের (আসছে) মাধ্যমে ঘরে বসেই এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
  • এমক্যাশ হিসাবের বিপরীতেও পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট খোলা যাবে।
  • সেলফিন ব্যবহারকারী একই জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নতুন মোবাইল নাম্বার দিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।

Important Downloads